প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪
রোটারী ক্লাব মতলব-এর অফিশিয়াল ক্লাব ভিজিট
ক্লাবটি উপজেলায় সেবামূলক কাজে গুররুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : ডিস্ট্রিক গভর্নর
রোটারী ক্লাব অব মতলব সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্লাবটি করোনাকালীন সময়ে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও গরীব, অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেনে আমি আনন্দিত। মানব সেবার মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। রোটারী ক্লাব মতলবে সাংগঠনিক কার্যক্রমে আমি অত্যন্ত আনন্দিত। এ ক্লাবের সবকিছুতেই স্বচ্ছতা ফুটে উঠেছে। করোনাকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত ক্লাবটি মতলবে অনেক সেবামূলক কাজে গুররুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতে এভাবেই ক্লাবটি আরো বেশি সেবামূলক কাজে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় মতলব রোটারী ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট করাকালীন সময়ে প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর-৩২৮২ রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী এ কথাগুলো বলেছেন।
রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিস্ট্রিক ফার্স্ট লেডি মুনমুন আফরোজ, রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহবুবুর রহমান, চার্টার সেক্রেটারী রোটাঃ মোফাজ্জল হোসেন, রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ-এর রোটাঃ আব্দুস সালাম আহমেদ, ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, সার্জেন্ট এন্ড আর্মস রোটাঃ উত্তম কুমার ঘোষ, ইয়ং সার্ভিস রোটাঃ ডাঃ মহিবুর রহমান সাহাদাত, বুলেটিন এডিটর এমএ আজিজ বাবুল, কমিউনিটি সার্ভিস রোটাঃ মোঃ আজিজুল হক, মেম্বার রোটাঃ কামাল হোসেন, মেম্বার রোটাঃ সজল কুমার ঘোষ, রোটাঃ আনিছুর রহমান শাহীন, রোটাঃ সাইফুল ইসলাম মোহন।
বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ ইমন সরকার, ভাইস প্রেসিডেন্ট মোঃ ইসমাইল, সেক্রেটারী তানভির হোসেন, কমিউনিটি সার্ভিস এডিটর মহিন উদ্দিন, প্রফেসনাল সার্ভিস এডিটর শাখাওয়াত বাবু, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মোঃ নাহিম নিরব।
রোটারীর প্রত্যয় পাঠ করেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির। পরে গর্ভনরকে ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন চারজন সদস্যকে রোটারী পিন পড়িয়ে দেন গভর্নর রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী। সার্বিক সহযোগিতা করেন ক্লাবের ডিরেক্টর পাবলিক রিলেশন রোটাঃ ফারহানা আক্তার রুমা। এছাড়াও জোনের ঊর্ধ্বতন অফিসিয়াল ও বিভিন্ন ক্লাবের রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসিয়াল ভিজিটে আসলে প্রথমেই গভর্নর ও ফাস্ট লেডিকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।