শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ২০:৪০

১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিরামিকস মালামালের গোডাউনে অগ্নিকাণ্ড

সিরামিকস মালামালের গোডাউনে অগ্নিকাণ্ড
গোলাম মোস্তফা

চাঁদপুর শহরের মুন্সেফ পাড়ায় রেলওয়ে ফিডার রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) দিবাগত রাত ১১টার পূর্বে চাঁদপুর শহরের রেলওয়ে ফিডার রোড বা চাঁদপুর শহরের সেবা সিটি সেন্টার মার্কেট সড়কের পাশে খান বাড়িতে রেলওয়ে হকার্স মার্কেটের দুই ব্যবসায়ীর ভাড়া নেয়া গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোডাউনে থাকা সকল মালামাল পুড়ে যায়। প্রথমেই আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস নতুনবাজারকে জানালে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষসহ স্থানীয়দের অভিমত, আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্টসার্কিট থেকে।

এদিকে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় তারা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে প্রাথমিকভাবে ধারণা, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে শুরুতেই সড়কের দুপাশের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে শত শত সাধারণ নাগরিক জড়ো হয়। পরে ঘটনা শুনে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়