প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৫
কচুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষক ও তিন শিক্ষার্থী বহিষ্কার

কচুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় তিন কেন্দ্রে তিন শিক্ষার্থী ও তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও স্ব স্ব কেন্দ্রের বহিষ্কৃত পরীক্ষার্থীদের কক্ষগুলোতে দায়িত্বরত তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো : সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে কাদলা ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আতিকুল ইসলাম ও বিতারা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে রাগদৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জাকিয়া আক্তার।