প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৮:৫০
আপনে'র ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'আপন'-এর আয়োজনে অসচ্ছল, নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় আপন স্পোকেন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারকে সেমাই, চিনি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপণ্যের উপহার তুলে দেয়া হয়। ঈদ উপহার বিতরণ শেষে সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
'আপনে'র প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের পরিচালনায় ইফতারপূর্ব শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের উপদেষ্টা এবং বিশিষ্ট কর আইনজীবী আব্দুল্লাহ্ আল ফারুক, উপদেষ্টা জিতু মিয়া বেপারী, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী ও সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ।
বক্তারা বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ঈদের সময় আমাদের সমাজে অনেক মানুষের মুখে হাসি থাকে না। কারণ তারা সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন না। এই মানুষগুলো লোক লজ্জায় কারো কাছে হাত পাততেও পারেন না। সেসব অসচ্ছল নিম্নমধ্যবিত্ত মানুষদের জন্য 'আপনে'র এই ঈদ উপহার।
বক্তারা আরো বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের চারপাশের নিম্ন মধ্যবিত্ত এবং অসচ্ছল মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যপণ্য দিয়েছি। আমাদের এই মানবিক কাজে সংগঠনের অনেক সদস্য এবং উপদেষ্টা অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাহমুদা খানম, রৌশন আক্তার, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্সি, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাধ্যক্ষ লাকী রাণী দাস প্রমুখ।