প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০২
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা

চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর সড়ক। কিন্তু গত এক দশকে বেশ কয়েকবার সড়কটি সংস্কার হলেও কিছু সময় পর তা আগের অবস্থায় চলে যায়। অথচ সড়কটিতে গণপরিবহনের তুলনায় থ্রী-হুইলার জাতীয় ছোট যানবাহনের সংখ্যা বহুগুণ বেশি। বর্তমানে সড়কটি দেখে যে কারোরই মনে হবে, বয়স্ক মানুষের শরীরের চামড়া কুঁচকে যাওয়ার মতো অর্থাৎ বুড়িয়ে গেছে। পুরো সড়কের বিভিন্ন স্থানে স্থানে ফেটে যাওয়া, পুরো সড়কের একপাশের অংশ নষ্ট হয়ে যাওয়ায় সড়কটির দুরবস্থা চরমে। সড়কের ক্ষতস্থান এড়াতে তিন চাকার যানবাহনগুলো বিপরীত পাশ দিয়ে চলায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে যানচলাচল বৃদ্ধির কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন যাত্রীরা।
সরেজমিন চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শনকালে দেখা যায়, সড়কের বাগড়া বাজার থেকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের একপাশের অনেকটাই নষ্ট হয়ে কার্পেটিং উঠে গেছে। কোথাও গর্ত এবং পিচ উঠে গেছে। আর পুরো সড়কের বিভিন্ন অংশ ফেটে গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কের পুরো কার্পেটিং উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, সর্বশেষ ২০২২-২৩ অর্থ বছরে চাঁদপুর সদর অংশ থেকে শুরু করে ফরিদগঞ্জ পর্যন্ত চাঁদপুর-রায়পুর সড়কের ১৭ কিলোমিটারের নির্মাণ কাজ করেছে হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর সড়কটি মেরামতে নতুন করে কাজ হয়নি। সড়ক বিভাগ মাঝে মাঝে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলেও কিছুদিন পর তা আগের অবস্থায় ফিরে যায়। এছাড়া ফরিদগঞ্জ সীমানা থেকে রায়পুর শহর পর্যন্ত সড়কের এই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক লিটন, রবিউল ও আমির হোসেন জানান, সড়কের এক পাশের অংশ নষ্ট হয়ে যাওয়ায় আমরা অন্যপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছি, যা বিপজ্জনক। তাই ঈদের আগে কিছুটা হলেও সড়কটি মেরামত করলে সবাই উপকৃত হবে।
সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীরা জানান, সড়কে গণপরিবহনের তুলনায় তিন চাকার যানবাহন বেশি চলাচল করে। যাদের আবার অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই। ফলে তারা নিয়ম না জেনেই অনেকটা প্রতিযোগিতা করে দ্রুত গতিতে গাড়ি চালায়। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
এ ব্যাপারে চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, সড়কের দুরবস্থার চিত্র আমাদের জানা রয়েছে। চেষ্টা করছি ঈদের আগেই সংস্কার করে যানচলাচল উপযোগী করার জন্যে।