রবিবার, ৩০ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৫:৪৪

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের জামাত আদায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে মরহুম আহমাদ আলী পাটওয়ারী (রহ.) এস্টেটের আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স ও অন্যান্য সকল প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমণ্ডলী, এস্টেটের কর্মকর্তাগণ , স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের টীমগুলোর সাথে সমন্বয় রেখে কর্ম-প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।

সরেজমিনে জানা যায়, প্রতি বছরই রমজান মাসের শেষ শুক্রবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদা ও আল কুদস হিসেবে পালিত হয়ে আসছে। এ জুমাতুল বিদা ও আল কুদস পালন উপলক্ষে রমজানের শেষ শুক্রবার সকাল থেকে মসজিদ ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয় ব্যাপক নিরাপত্তা বলয়। ফজরের আজানের আগেই মুসল্লিরা বেশি সাওয়াবের আশায় এ মসজিদের সুবিধাজনক জায়গায় স্থান করে নেন। এবারও রহমত, মাগফেরাত ও নাজাতের মাসের শেষ শুক্রবারে বিশেষ বয়ান রাখবেন এবং খুতবা পাঠ ও নামাজ পড়াবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আ. রউফ।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদা আদায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণে যিনি দিকনির্দেশনা দিয়ে থাকেন, তিনি বহু সংগঠনের একজন সফল সংগঠক, বিশিষ্ট শিক্ষা গবেষক, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আহমাদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াক্ফ এস্টেটের ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর সুযোগ্য সন্তান ও মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ।

তিনি বলেন, মুসল্লিদের সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে প্রয়োজনীয় কাপড়ের দস্তর বিছানোর ব্যবস্থা রাখা ও সামিয়ানা টানানো, পর্যাপ্ত ওজুর স্থানের ব্যবস্থাকরণ, রাতভর এবাদতের জন্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা জোরদার, নামাজ ও আজানের সাউন্ড সিস্টেম সুষ্ঠুভাবে বজায় রাখা, ওয়াশব্লকে সম্পূর্ণ পরিষ্কার-পরিছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, রাতে নিরাপত্তা নিশ্চিতকরণ, জুমার দিনে মহিলাদের নামাজ আদায়ে প্রয়োজনীয় পর্দাসহ ওজুর ব্যবস্থা রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করার লক্ষ্যে আলহাজ্ব মরহুম আহমেদ আলী (রহ.) এস্টেট শতাব্দী কাল থেকেই কাজ করে যাচ্ছে। তাই এতো বড়ো আয়োজনে আগের মতোই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সমগ্র বাংলাদেশের একটি বিশেষ খ্যাতিমান মসজিদ হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। অসাধারণ স্থাপত্যশৈলীর কারণে সাধারণ মানুষের কাছে এ মসজিদটি দৃষ্টি কেড়েছে। দানবীর আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী (রহ.) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকীফ, প্রতিষ্ঠাতা ও প্রথম মোতওয়াল্লী।

মসজিদের প্রতিষ্ঠাকাল ১৩৩৭ বঙ্গাব্দ। ২৮,৪০৫ বর্গফুট আয়তনের এ বিশাল মসজিদটির রয়েছে সুউচ্চ কারুকার্য খচিত একটি মিনার। এটি শুধু চুন-সুরকি আর ইট দিয়ে নির্মিত। উদ্যোক্তা এ মসজিদ নির্মাণের জন্যে নিজেই ইটভাটা নির্মাণ করেছিলেন। মসজিদটি আহম্মদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াক্ফ এস্টেটের তত্ত্বাবধানে চলে আসছে। ঐতিহাসিক এ মসজিদের সাথেই আলীয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদরাসা, নূরানী মাদরাসা, ফোরকানিয়া মাদরাসা, ইসলামীয়া পাঠাগার, বেওয়ারিশ লাশ দাফন এবং দুঃস্থ-অসহায়দের সহযোগিতা প্রদানসহ ধর্মীয় কার্যাবলি চালু থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা এ মসজিদে জুমাতুল বিদা নামাজ আদায় করতে অনেক দূর থেকে আসেন।

হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, আহম্মদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ বলেন, শুধু জুমাতুল বিদা নয়, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে এ ঐতিহাসিক বড় মসজিদে মুসল্লিদের আধিক্যে প্রায়শই এখানে দেশের বৃহৎ নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। শিরক ও বিদায়াতমুক্ত আদর্শ পরিবেশ এখানে বেশ শক্তভাবেই অনুসরণ করা হয় বলেই জুমাতুল বিদার সালাত আদায়ে মানুষ দূর-দূরান্ত থেকে আসেন। আর আমরাও মুসল্লিদের সুন্দর পরিবেশে নামাজ আদায়ে সর্বোত্তম সুবিধা নিশ্চিত করাসহ সকল প্রকার ধর্মীয় ব্যবসা থেকে এখন পর্যন্ত আহম্মদ আলী পাটওয়ারী রহ. ওয়াক্ফ এস্টেটকে মুক্ত রেখেছি।

এদিকে মুসল্লিদের নিরাপত্তায় ও সেবা দানে বেশ ক'টি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের টীম দায়িত্ব পালন করবে। এই প্রতিষ্ঠানসমূহ হচ্ছে : হাজীগঞ্জ উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ থানা, বাজার ব্যবসায়ী সমিতি, হাজীগঞ্জ সবুজ সংঘ, হাজীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, হাজীগঞ্জ রোটারী ক্লাব, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, নিরাপদ সড়ক চাই হাজীগঞ্জ উপজেলা শাখা, আহমাদিয়া কামিল মাদ্রাসা, আহমাদিয়া কাওমী মাদ্রাসা, আহমাদিয়া ফাউন্ডেশন, সবুজ ডেকোরেটর, সুজন ডেকোরেটর, সামাজিক সংগঠন প্রচেষ্টা, সামাজিক সংগঠন প্রভাত, হাজীগঞ্জ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও মাতৈন সমাজকল্যাণ পাঠাগার।

জুমাতুল বিদায় মুসল্লিদের মনোরম পরিবেশে নামাজ আদায়ে এবারও আহমাদিয়া আলীয়া মাদ্রাসা, আহমাদিয়া কাওমী মাদ্রাসা, রজনীগন্ধা মার্কেট, হাজীগঞ্জ টাওয়ার মার্কেট, হাজীগঞ্জ প্লাজা মার্কেটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় পূর্ববাজার পুরোটাই নামাজ আদায়ের জন্যে প্রস্তুত রাখা হয়েছে। সব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা নিয়ে সবার প্রচেষ্টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে জুমাতুল বিদা নামাজ আদায়ে মহান আল্লাহর সহায়তা কামনা করা হয়েছে। এছাড়া আসছে ঈদুল ফিতরের নামাজের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়