বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৭:১৮

হাজীগঞ্জে ছেলের সাথে অভিমানে রোজাদার মায়ের আত্মহনন !

হাজীগঞ্জে ছেলের সাথে অভিমানে রোজাদার মায়ের আত্মহনন !
কামরুজ্জামান টুটুল

পুত্র ও পুত্রবধূর সাথে অভিমান করে পারভীন বেগম (৪০) নামের এক মা আত্মহনন করেছেন। সাংসারিক কলহের জেরে বিষপান করে এমন কাণ্ড ঘটান তিনি। সোমবার (২৪ মার্চ ২০২৫ ) দুপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই বাড়ির মো. মনির হোসেনের স্ত্রী।

নিহত নারীর প্রতিবেশী সফিক ও সাঈদ জানান, শুনেছি এদিন সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও পুত্রবধূ রিয়ার সাথে পারভীন বেগমের ঝগড়া-বিবাদ চলে আসছে। এক পর্যায়ে ছেলে ও পুত্রবধূর ওপর অভিমান করে তিনি রোজা থাকাবস্থাতেই কীটনাশক পান করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পারভীন বেগম নামের ওই নারী মারা গেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্যে মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে বিষপান করেছেন ওই নারী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়