মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:০৩

শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

বাদল মজুমদার ॥
শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
শিশু আছিয়া ধর্ষণের বিচারের দাবিতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন নাজমুর নাহার।

‘বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই’ ইত্যাদি নানা স্লোগানে শিশু আছিয়া এবং দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল ১০টায় চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সামনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রথমে চাঁদপুর প্রেসক্লাব সম্মুখে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকার সম্মুখে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে কেনো ধর্ষকদের শাস্তি হয় না। ধর্ষকদের বিচারের আইন শুধু সংবিধানে ও কাগজে-কলমে রয়েছে। সেই আইন বাস্তবায়ন করতে হবে। কেনো আমাদের দেশে আইনের সঠিক প্রয়োগ নেই?এর ফলে আমাদের মা, বোন ও শিশুরা নির্যাতনের শিকার হয়। আইনের সঠিক প্রয়োগ হলে মায়েরা, বোনেরা ও শিশুরা নির্যাতনের শিকার হবে না। আমাদের কন্যা সন্তানরা মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেই দেশে আমি নিরাপদে থাকবো, মায়েরা নিরাপদে থাকবে। আজকে আমরা আছিয়া ধর্ষণের প্রতিবাদে রাজপথে নেমেছি। পাশ্চাত্যের যুগে বসবাস করে কেনো আমরা মধ্যযুগীয় বর্বরতার শিকার হবো? বাংলাদেশে আমরা ৫১ শতাংশ নারী হয়েও কেনো নির্যাতনের শিকার হচ্ছি? শিশু আছিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমরা চাই শিশু আছিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। একই সাথে ধর্ষকদের ফাঁসি যেনো শিশু আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে দেখতে পায়। আমরা কেনো বাংলাদেশে বসবাস করে বৈষম্যবিরোধী আন্দোলন করেও বৈষম্যের শিকার হচ্ছি? আমরা নারীরা কোনো নিরাপত্তা পাচ্ছিনা? আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের মতো যেনো ধর্ষকদের বিচার প্রকাশ্যে হয়। সমাবেশে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর শাহানারা আক্তার, শারমিন সুলতানা, রুহুল বাশার, নাজমুর নাহার, লাইলি আক্তার, সালমা আক্তারসহ শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বায়েজিদ শিকদার, ওয়াহেদুল ইসলাম, ইকবাল হোসেন, জাজবি, জামাল হোসেন, আল আমিন, আশিক, আফরোজা বেগম, আয়েশা আক্তারসহ নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়