শনিবার, ০১ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

নৌপথ ও লঞ্চ টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে টহল ও তল্লাশি অব্যাহত

চাঁদপুরের নৌ এসপির সাত নির্দেশনা

স্টাফ রিপোর্টার
নৌপথ ও লঞ্চ টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে টহল ও তল্লাশি অব্যাহত

চাঁদপুর অঞ্চলের নৌপথ ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশের টহল ও তল্লাশি অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৬টা থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। নৌপুলিশের সদস্যরা টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন, যাতে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত হয় এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত, ধ্বংসাত্মক বা নাশকতামূলক ঘটনা প্রতিরোধ করা যায়।

নৌপুলিশ চাঁদপুর জোনের সহকারী পুলিশ সুপার নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে যাত্রী ও সংশ্লিষ্ট সকলকে যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ৭ নির্দেশনা দিয়েছেন নৌ এসপি। নির্দেশনাসমূহ : ১) প্রতিটি যাত্রীকে টিকেট দেওয়ার পূর্বে তার এনআইডি এবং মোবাইল নম্বর নিশ্চিত হয়ে টিকিট সরবরাহ করতে হবে। এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির সাথে কথা বলে নিশ্চিত করতে হবে। ২) পন্টুনে দুভাগে বিভক্ত হয়ে চেকপোস্ট ডিউটি করতে হবে। প্রয়োজনে যাত্রী শুধুমাত্র দুটা গেট দিয়ে ঢোকাতে হবে। মেটাল ডিটেক্টরসহ বডি ও ব্যাগ তল্লাশি করতে হবে। ৩) লঞ্চে যাত্রী ওঠার সময় মোবাইলে ভিডিও ধারণ করতে হবে। ৪) লঞ্চের কেবিন বয়সহ সকল লঞ্চ স্টাফকে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে সচেতন থাকার নির্দেশ প্রদান করতে হবে। কারো নিকট সন্দেহজনক কিছু পাওয়া গেলে (যেমন : পেট্রোল, বিস্ফোরক, অস্ত্র) সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ এবং মালিকদেরকে অবগত করতে হবে বা 999 নম্বরে ফোন করতে হবে। ৫) যে কোনো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নিজেরা এবং যাত্রী সাধারণকে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ৬) যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অগ্রিম তথ্য সংগ্রহ করতে হবে ও ৭) প্রতিটি লঞ্চে সিসিটিভি থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়