শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫

লিটল চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

শিশুদেরকে দেশপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা শেখাতে হবে ঃ আক্তার হোসেন মাঝি

নিজস্ব প্রতিনিধি
শিশুদেরকে দেশপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা শেখাতে হবে ঃ আক্তার হোসেন মাঝি

চাঁদপুরস্থ প্রফেসর পাড়া লিটল চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় লিটল চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর পৌর শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি। তিনি বলেন, লিটল চাইল্ড কেয়ার স্কুল বর্তমানে সময়োপোযোগী একটি শিশু শিক্ষালয়। কোমলমতি শিশুদের হাতে খড়ি-শিক্ষায় দীর্ঘসময় সুনামের সাথে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি অবিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে। দেশপ্রেম, সত্য ও ন্যায় শিক্ষা শিশুরা পরিবার থেকেই শেখাতে হবে । সেজন্যে অবিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, শিশুদের দেশপ্রেম, সত্য ও ন্যায় শিক্ষাটা পরিবার থেকেই শেখাতে হবে। তবেই আজকের শিশুরা আগামীতে দেশ পরিচালনায় আসলে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে দেশপ্রেম, সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করতে সক্ষম হবে।

সহকারী শিক্ষক প্রাপ্তি রাণী সরকার ও লাবণী আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান,

বিশিষ্ট রাজনৈতিক সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আমিনুল ইসলাম বাদল, আলহাজ্ব জী এম নুরুল ইসলাম, মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান। অতিথিরা আবৃত্তি, একক নৃত্য ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ডিসপ্লে অবোলোকন করেন।

সর্বশেষ সপ্তাহব্যাপী বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়