প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬
প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের নূতন অধ্যক্ষ
![প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের নূতন অধ্যক্ষ](/assets/news_photos/2025/02/10/image-58823-1739203620bdjournal.jpg)
প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এর আগে তিনি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ১৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান বলেন, নূতন দায়িত্ব পেয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় করছি। মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৩৫ বছর আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত। দীর্ঘ এ শিক্ষকতা জীবনে নানা চড়াই-উতরাই পার করেছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। মহান আল্লাহর উপর ভরসা রেখে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ, বাকি কর্মজীবন যেনো সুস্থ থেকে সম্মানের সাথে সমাপ্ত করতে পারি।
প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের কৃতী সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। ২০২২ সালের ১৩ জানুয়ারি তিনি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।