রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শামীম হাসান
ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারুণ্যের উৎসব-২০২৫-এর অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা সদরে সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মাছুম আলম তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মো. ইমাম হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মো. আমজাদ হোসেন শিপন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তারা বলেন, শিক্ষার্থীদের আনন্দের মধ্য দিয়েই এগিয়ে নিতে হবে। কারণ, শিশুদের যথাযথ নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। কেননা আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় বিদ্যালয়টির পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃৃন্দ। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মুজাফফর হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, আইসিটি সম্পাদক গাজী মমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবান্ধব সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে প্রায় সপ্তাহব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্ব মুহুর্তে বেশ কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগীদের কৌশল ও উপস্থাপন উপভোগ করেন সবাই। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা দেখে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়