প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৯
প্রধান অতিথি হয়ে বসলেন দর্শকের কাতারে...
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। শনিবার (১ জানুয়ারি, ২০২৫) বাকিলা বাজারস্থ বাকিলা আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। যথা সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছলেন তিনি। অতিথিদের জন্য বরাদ্দকৃত চেয়ারসহ পুরো অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ। এ সময় মিজানুর রহমান মিলন কোনো ধরনের হাঁক-ডাক না দেখিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের জন্যে বরাদ্দকৃত প্রধান অতিথির চেয়ারে না বসে তাৎক্ষণিক বসে পড়লেন অভিভাবকদের কাতারে। তরুণ ও দেমাগহীন এই জনপ্রতিনিধির তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় উপস্থিত বহুজনে বাহবা দিতে থাকেন তাঁকে। পুরো সময় জুড়ে তিনি বসে ছিলেন অভিভাবকদের সাথে। এ সময় অনেক অভিভাবকে বলতে শোনা যায়, এই না হলো সত্যিকারের জনপ্রতিনিধি, যার মধ্যে থাকবে না কোনো অহংকার। অনুষ্ঠানস্থল থেকে ছবিটি তুলেছেন আমাদের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল।