রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:২৮

সপ্তারূপা নৃত্য শিক্ষালয়ের ১৫ দিনব্যাপী নৃত্য কর্মশালা সমাপ্ত

অনলাইন ডেস্ক
সপ্তারূপা নৃত্য শিক্ষালয়ের ১৫ দিনব্যাপী নৃত্য কর্মশালা সমাপ্ত

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের ১৫ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর প্রেসক্লাব মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, প্রত্যেকে প্রত্যেকের সংস্কৃতি পালন করবে, এটাই আমাদের বাংলাদেশ। কেউ যদি কারো সংস্কৃতি চর্চায় বাধা মনে করেন, তারা সরাসরি আমার কাছে চলে আসবেন। আমরা কাউকে বাদ দিবো না, সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাহলেই আমাদের অসাম্প্রদায়িক দেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশকে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী হাসান, ব্যবসায়ী ও সমাজসেবক হারুন অর রশিদ জাকির। উপস্থিত ছিলেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী ও কর্মশালা আয়োজক প্রান্ত সেন চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়