রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:০৫

চাঁদপুর এমএ খালেক উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া

মেহেদী হাসান
চাঁদপুর এমএ খালেক উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়া উপজেলার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রভাষক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্লাহ প্রমুখ।

কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. সোহেল আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়