প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩
তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ফরিদগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন রূপসা উত্তর ইউনিয়ন একাদশ
তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রূপসা উত্তর ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে গুপ্টি পূর্ব ইউনিয়ন একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাঠমুখী করা একমাত্র উদ্দেশ্য নয়, বরং গ্রামের আনাচেকানাচে পড়ে থাকা ক্রীড়া-প্রতিভা খুঁজে বের করে তাদের জেলা ও জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। তারুণ্যের এই উৎসবের মাধ্যমে ফরিদগঞ্জে ফুটবল, ব্যাডমিন্টন, বিতর্ক, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন মেধাবীদের এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রয়াস। ফুটবলে দুটি ভেন্যুতে যেভাবে দর্শকদের উচ্ছ্বাস দেখেছি, তাতে আমি আশান্বিত।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্সআপ, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়ের হাতে উপহার তুলে দেন।