প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর ইন্তেকাল
ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধি হাসান আলী (৭০) আর বেঁচে নেই। তিনি বুধবার (২২ জানুয়ারি২০২৫) রাত ১২ টার দিকে ফরিদগঞ্জ বাজারে নিজ মালিকানাধীন ঝর্ণা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
বৃৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২ টায় কাছিয়াড়া মেহের আলী পাটওয়ারী বাড়িতে মরহুমের প্রথম জানাজা, বাদ জোহর ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় সালাম ও ২য় জানাজা এবং চরহোগলা গ্রামে নিজ বাড়িতে বিকেলে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে মরহুম হাসান আলীকে রাষ্ট্রীয় সালাম দেয়া হয়। জানাজার পূর্বে স্মৃতিচারণ করেন মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিনুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাছির পাটওয়ারী, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মরহুমের ছেলে আহসান কায়সার।
এদিকে তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধি হাসান আলী (৭০) আর বেঁচে নেই। তিনি বুধবার (২২ জানুয়ারি২০২৫) রাত ১২ টার দিকে ফরিদগঞ্জ বাজারে নিজ মালিকানাধীন ঝর্ণা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হার্টসহ নানা রোগে ভুগছিলেন। জীবদ্দশায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দৈনিক গণকন্ঠ ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিজেই 'ফরিদগঞ্জ কণ্ঠ' নামে সাপ্তাহিক একটি প্রিন্ট পত্রিকার প্রকাশক হিসেবে কাজ শুরু করেন। এছাড়া তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বাজারে ঝর্ণা হাসপাতাল নামের একটি প্রাইভেট চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা করে আসছিলেন।বৃৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২ টায় কাছিয়াড়া মেহের আলী পাটওয়ারী বাড়িতে মরহুমের প্রথম জানাজা, বাদ জোহর ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় সালাম ও ২য় জানাজা এবং চরহোগলা গ্রামে নিজ বাড়িতে বিকেলে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে মরহুম হাসান আলীকে রাষ্ট্রীয় সালাম দেয়া হয়। জানাজার পূর্বে স্মৃতিচারণ করেন মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিনুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মদ, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাছির পাটওয়ারী, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মরহুমের ছেলে আহসান কায়সার। এদিকে তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।