প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২২:০২
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলামের ইন্তেকাল
চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের উত্তর রালদিয়া গ্রামের বাসিন্দা, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম মিজি (গেম টিচার) আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটের সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী দেখে যান। তাঁর প্রথম জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতা বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশারফ হোসেন লিটন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহ, মুন্সিরহাট উচ্চ বিদ্যালযের সাবেক সহকারী শিক্ষক মো. কামরুল হাসান জলিল, জিএম খলিলুর রহমান, মরহুমের জামাতা মো. হান্নান সরকার ও মো. নজরুল মাস্টার। জানাজার নামাজ পড়ান মুন্সিরহাট জামে মসজিদের ইমাম মো. ফরহাদ হোসেন ।
|আরো খবর
দ্বিতীয় জানাজা বুধবার (২২ জানুয়ারি ২০২৫) সকাল ৮ টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজাশেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় '৯৮ ব্যাচের সকল ছাত্র-ছাত্রী, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।