প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২১:৫২
রেল লাইনের উভয় পাশের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রেল লাইনের উভয় পাশের প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
|আরো খবর
অভিযানের নেতৃত্বে ছিলেন লাকসামের কানুনগো ইকবাল মাহমুদ। এ সময় লাকসামের রেল নিরাপত্তা বাহিনী (আরএনবি)র ওসি নূর মোহাম্মদ, চাঁদপুর আরএনবির ইনচার্জ শাহদাত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কানুনগো ইকবাল মাহমুদ জানান, রেল লাইনের উভয় পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি লাকসাম থেকে শুরু হয়ে চাঁদপুর শহরের বড়ো স্টেশনে এসে শেষ হয়। এ সময় প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।