বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২১:২৩

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কামাল হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে মো. মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি-২০২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪৬ জন। ভোট প্রদান করেন ৪৫ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ডা. জয়নাল আবেদীন। নির্বাচনে সভাপতি পদে কামাল হোসেন খান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মামুনুর রশীদ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুর আলম পেয়েছেন ২১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজয়ী সভাপতি কামাল হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ বলেন, আমাদেরকে বিজয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দু' বছরের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব যেনো সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও শুভ কামনা রইল। আমরা আগামী দিনগুলোতে হিংসা বিভেদ ভুলে সবাই মিলেমিশে কাজ করবো। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় নির্বাচনের সাথে সম্পৃক্ত সকলকে কৃতজ্ঞতা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়