প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯
চাঁদপুর প্রেসক্লাবের নূতন কমিটির অভিষেক শনিবার
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম ও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের নূতন কমিটির সভাপতি রহিম বাদশা।
|আরো খবর
অভিষেক অনুষ্ঠানসূচিতে রয়েছে কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা, বিশেষ সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।