প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩
বাবুরহাটে পাটের স্তুপে আগুন : বড় ধরনের বিপদ থেকে রক্ষা
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ড বাবুরহাট মতলব রোডে পেন্নাই সড়কের পাশে রাখা পাটের স্তুপে আগুন লাগার ঘটনা ঘটেছে। চাঁদপুর সদর ফায়ার সার্ভিস উত্তর টিমের সদস্য খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাটের ব্যবসায়ী রফিক খান ও বজু মালের পাটের গুদামের পাশে থাকা পাটের স্তুপে এ আগুন লাগার ঘটনা ঘটে।
|আরো খবর
আগুনে পাটের স্তুপে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়েছে বলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান। তিনি জানান, ফায়ার সার্ভিসের লাইসেন্স না নিয়ে খোলা আকাশের নিচে (বাবুরহাট-মতলব) পেন্নাই সড়কের পাশে এভাবে পাটের স্তুপ বা গুদাম খুবই বিপদজ্জনক। এ বিষয়ে তিনি রিপোর্ট প্রদান করবেন বলে তিনি জানান।
গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বাবুরহাট মতলব পেন্নাই সড়কের পাশে দেখা যায় যত্রতত্রভাবে পাটের স্তুপ ও এলপিজি গ্যাসের বোতল ফেলে রাখা হয়েছে। যা থেকে যে কোনো সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে বলে সমাজ সচেতনগণ আশঙ্কা করছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।