প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:০৪
নারায়ণপুর ডিগ্রি কলেজের বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও রাষ্ট্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো রাত ১২টা ১ মিনিটে ৩১ বার ঘন্টাধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কলেজের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
প্রথমে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এডহক কমিটির সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ কলেজ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি ও কলেজের এডহক কমিটির হিতৈষী সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়ার সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার আবাসিক এলাকা বনশ্রী সোসাইটির সভাপতি মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. লেবু মিয়া, বিশিষ্ট শিল্পপতি মো. নিজামুদ্দিন, এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ী মো. বেলাল হোসেন, কলেজের এডহক কমিটির সভাপতি মো. মাসুদ হাজী ও বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। অতিথিগণ কলেজের সীমানা প্রাচীর নির্মাণে অর্থ সহায়তার প্রতিশ্রুতিসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।