প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নতুন মোহনপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) দুপুরে নতুন মোহনপুর গ্রামের রাকিবুল হাসান সুজনের স্ত্রী তাসলিমা আক্তার (৩০) রান্নাঘরে রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে গুরুতর আহত হন। তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।