প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩
শ্রীমঙ্গলে অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি বিভিন্ন ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
বৃহম্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি'র নেতৃত্বে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২-এর ১৩(২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিক-এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ১০ হাজার টাকা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২-এর ১৩(২) ধারায় ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিসিকে/এমজেডএইচ