মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ

চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি।
চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর জেলার উদ্যোগে 'জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ' উপলক্ষে ও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে চাঁদপুর জেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরনবী আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. পাপন, সৈয়দ সাকিবুুল ইসলাম, মো. রাকিব ভূঁইয়া, চাঁদপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. সিয়াম হোসেন খান, চাঁদপুর জেলা ছাত্র মজলিশের প্রতিনিধি ইসমাঈল, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ পারভেজ, রুবেল, ওহিদুল, শাওন, নাজিম ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। সভায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক দেশমাতৃকা রক্ষায় এবং চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় একসাথে সকল ছাত্র সংগঠনকে কাজ করে যাওয়ার জন্যে অনুরোধ করেন।

তিনি বলেন, চাঁদপুরে ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই ঠাঁই দেয়া হবে না। আর আমরা চাঁদপুরের ছাত্র সংগঠনগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। সভায় অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুরের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করে যাওয়ার জন্যে অঙ্গীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়