প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২২:৪৩
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে ফরিদগঞ্জে স্মরণ সভা
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে ফরিদগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আহতদের উপস্থিতিতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার আমির ইউনুছ হেলাল, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটওয়ারী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবুল হাশেম, নাজমুস সাকিব ও ছাত্রনেতা শাহপরান। আলোচনা শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত তিনজনের স্বজনের জন্যে উপজেলা প্রশাসনের কাছে অর্থ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা সকলে যদি এক ও ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্র সংস্কারে কাজ করি, তবে নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতা যে কারণে রক্ত দিয়েছিল তা দ্রুতই দৃশ্যমান হবে। আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে অনেক কাজ রয়েছে, যা একদিনে করা সম্ভব নয়। এজন্যে আমাদের পুলিশসহ সকল বিভাগকে সময় দিতে হবে। তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিতে হবে। সভায় জুলাই- আগস্টে ঢাকার সাভার ও উত্তরা এলাকায় পুলিশের গুলিতে আহত হওয়া ফরিদগঞ্জের দুজন তাদের সেই দিনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।