শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২২:৪০

ফরিদগঞ্জে এক প্রবাসীকে প্লট কিনে দেয়ার নাম করে প্রতারণা

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে এক প্রবাসীকে প্লট কিনে দেয়ার নাম করে প্রতারণা
প্রতারক

মালয়েশিয়া প্রবাসী ফরিদগঞ্জের মো. মহসিন পাটোয়ারীকে ঢাকায় আবাসিক প্লট কিনে দিবে বলে টাকা নিয়ে প্রতারণা করেছে একই এলাকার মোঃ রহিম পাটোয়ারী। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন প্রবাসী মহসিন পাটোয়ারী।

অভিযোগ সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী মো. মহসিন পাটোয়ারীর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের চররাঘবরায় গ্রামের পাটোয়ারী বাড়ি। অন্যদিকে অভিযুক্ত মো. রহিম পাটোয়ারীও একই এলাকার বাসিন্দা।

অভিযোগকারী মো. মহসিন পাটোয়ারী বলেন, তিনি মালয়েশিয়ায় থাকাকালীন অবস্থায় অভিযুক্ত আব্দুর রহিম তাকে ঢাকায় একটি আবাসিক প্লট কিনে দিবে বলে ৯ লাখ ৫০ হাজার টাকা নেন। প্লট রেজিস্ট্রি করে দেই-দিচ্ছি বলে দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করতে থাকেন। পরে অনেক চাপাচাপির পর ঢাকার কেরানীগঞ্জে ৫ লক্ষ টাকা মূল্যের ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু ওই জায়গার নামজারি জমাবাদ সম্পন্ন করলে দেখা যায়, উক্ত জায়গার মালিক অন্য একজন। এ নিয়ে মামলা দায়ের করলে আমার মামলা খারিজ হয়ে যায়। অভিযুক্ত রহিম পাটোয়ারী আমার সাথে যে প্রতারণা করেছেন তা প্রকাশ পেয়ে যায়। পরে এলাকার পঞ্চায়েত, মেম্বার এবং তার আত্মীয়-স্বজনের মাধ্যমে সঠিক সমাধানের জন্যে বসতে চাইলে তিনি না বসে উল্টো আমাকে বিভিন্ন রকম ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এদিকে আমি সঠিক সমাধান না পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করি।

চাঁদপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, প্রবাসী কল্যাণ হেল্প ডেক্স, পুলিশ সুপারের কার্যালয় চাঁদপুর-এর সৈয়দ আব্দুল্লাহর প্রতিবেদনে জানা যায়, অভিযোগকারী প্রবাসী মো. মহসিন পাটোয়ারীর লেনদেনের প্রমাণ স্বরূপ ব্যাংক রসিদ দাখিল এবং নগদ টাকা প্রদানের সত্যতা পাওয়া যায় এবং কেরানীগঞ্জে ভুয়া সম্পত্তি দিয়ে যে প্রতারণা করেছে তাও প্রমাণিত হয়। কিন্তু বিবাদী রহিম পাটোয়ারীকে বার বার নোটিস প্রদান করা হলেও তিনি উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে বার বার সময় প্রার্থনা করেন।

পুলিশ পরিদর্শক সৈয়দ আব্দুল্লাহ আরো বলেন, তার সার্বিক অনুসন্ধানে বাদীর মূল অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বিবাদীকে বার বার নোটিস প্রদান করা হলেও তিনি হাজির না হওয়ায় অভিযোগকারী মহসিন পাটোয়ারীকে আদালতের শরণাপন্ন হয়ে বিচার চাওয়ার পরামর্শ দেয়া হয়।

উল্লেখ্য, অভিযোগকারী প্রবাসী মোঃ মহসিন পাটোয়ারী ও অভিযুক্ত আব্দুর রহিম পাটোয়ারীর এলাকায় গিয়ে জানা যায়, মো. রহিমকে এলাকায় একজন প্রতারক ও বাটপার হিসেবেই মানুষ চিনে। তিনি দীর্ঘদিন এলাকার বিভিন্ন সুশীল সমাজ ও অর্থশালীদের সাথে প্রতারণা করে আসছেন। বর্তমানে তিনি চাদপুর শহরের অজ্ঞাতস্থানে একটি বাসা ভাড়া করে বসবাস করছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়