শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২২:২১

আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক
আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এটুআই প্রকল্পের যুগ্ম সচিব থাকার সময় তাঁর জন্যে তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সবুর মণ্ডলকে অবসরে পাঠিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।

চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুস সবুর মণ্ডলের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠালো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

২০১৯ সালের আগস্টে সবুর মণ্ডলের কারণে ফেরি তিন ঘণ্টা দেরি করে ছাড়ার ফলে ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মারা যায়। ওই সময় তদন্তেও এর প্রমাণ পাওয়া যায়।

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। কিন্তু মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে সবুর মণ্ডলের জন্যে তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ে। এমন পরিস্থিতিতে ফেরিতেই মারা যায় তিতাস।

আব্দুর সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। সূত্র : আজকের পত্রিকা।

উল্লেখ্য, আব্দুস সবুর মণ্ডল চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক, যিনি চাঁদপুরকে 'ইলিশের বাড়ি' নামে সরকারি অনুমোদনে ব্র্যান্ডিং করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়