প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২১:৩০
পালবাজারের ব্যবসায়ী আকবর গাজীর দাফন সম্পন্ন
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পালবাজারের বিশিষ্ট মাংস ব্যবসায়ী ও পালবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. আলী আকবর গাজীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন চাঁদপুরের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার, পালবাজার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশীদ পাটোয়ারী ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই মাসুদ গাজী।
পরে চাঁদপুর শহরের রেলওয়ে বড়ো স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন।
মরহুমের জানাজায় শুধু পালবাজারের ব্যবসায়ীরাই নন, চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের জনগণ অংশ নেন।
এরপর মরহুম আকবর গাজীকে চাঁদপুর শহরের রেলওয়ে মাদ্রাসা রোড কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ব্যবসায়ী আকবর গাজীর মৃত্যুতে পালবাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে পালবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যানার ফেস্টুন টানিয়ে শোক জানানো হয়। এছাড়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশীদ পাটোয়ারীর নেতৃত্বে পালবাজারের ব্যবসায়ীগণ কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, মরহুম আকবর গাজী দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ঢাকা আহ্ছানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ নভেম্বর ইন্তেকাল করেন।