প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২১:২৭
ফরিদগঞ্জে সমাজসেবা মাঠকর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ফরিদগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী পান্না আক্তারের বিরুদ্ধে ভাতার বই করে দেয়ার নাম করে অর্থ আত্মসাৎসহ অনিয়মের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের একটি টিম তদন্ত করেছে। এদিকে অভিযুক্ত পান্না আক্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এ ঘটনার পর জেলা সমাজসেবা অফিস অভিযুক্তকে অন্যত্র বদলি করেছে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী পান্না আক্তার বিগত তিনবছর ধরে উপজেলার বিভিন্ন এলাকার নারীদেরকে ভাতার কার্ড করে দিবে বলে জনপ্রতি ২ থেকে ৪/৫ হাজার টাকা আদায় করতো। এ বিষয়ে ভুক্তভোগীরা জেলা সমাজসেবা অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক রুহুল আমিন বশিরের নেতৃত্বে একটি তদন্ত টিম গত বুধবার (২৭ নভেম্বর) তদন্ত করতে আসে।
উপজেলা সমাজসেবা অফিসে এ সময় অভিযোগকারীরাসহ অনেক লোক ভিড় করেন। তারা পান্না আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।
তদন্তকারী কর্মকর্তা ভুক্তভোগীদের কথা শোনেন এবং ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
ভুক্তভোগী নাজমা, মাছুমা, অজুফা, মুন্নিসহ অনেকেই বলেন, পান্না আক্তার আমাদের ভাতার বই করে দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কার্ড কবে দিবেন জিজ্ঞেস করলে আমাদের হুমকি-ধমকি দিতো। তাই নিরূপায় হয়ে আমরা অভিযোগ দিতে এখানে এসেছি।
তারা অভিযোগ করে আরো বলেন, টাকা আসার সময় হলে ফোন দিতো। ভাতার ৫০ ভাগ টাকা সরিয়ে রাখতে হতো পান্না আক্তারের জন্যে। না দিলে ভাতা বন্ধ করার হুমকি দিতেন তিনি। এসব টাকা-পয়সা নিজে না নিয়ে সকল কাজ করতেন স্থানীয় দালালের মাধ্যমে।
এদিকে অভিযুক্ত মাঠকর্মী পান্না আক্তার বললেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা ও জেলা সহকারী পরিচালক রুহুল আমিন বশির বলেন, আমরা তদন্ত করেছি। রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবো।
এদিকে অনিয়মের অভিযোগের পর মাঠকর্মী পান্না আক্তারকে মতলব দক্ষিণে বদলি করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।