শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৭

হাজীগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে  গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা
হাজীগঞ্জে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ সভায় অনুদান বিতরণ করছেন ইউএনও তাপস শীল।

হাজীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপ্রধানে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজীগঞ্জে শহীদ চার পরিবারকে ও উপস্থিত আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এর আগে সভার শুরুতেই শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদদের জন্যে তেমন কিছু করতে পারিনি। আমাদের সীমিত যেটুকু ছিলো তাই করার চেষ্টা করেছি। সরকারিভাবে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা করা হবে।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণির উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।

এ সময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ আজাদ হোসেনের ভাগ্নি, আব্দুল হান্নানের স্ত্রী ও রাসেলের বাবা, আহত মো. সাফায়াত হোসেন তানভীর, আহত পরিবারের পক্ষে মো. আলী আশরাফ প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়