শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:০১

ফরিদগঞ্জে টিএলসিসি’র কর্মশালার উদ্বোধনকালে প্রশাসক

নগর উন্নয়ন ও সঠিক পরিচালনে জনগণের অংশগ্রহণ জরুরি

নগর উন্নয়ন ও সঠিক পরিচালনে জনগণের অংশগ্রহণ জরুরি
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) গঠন ও কার্যপরিধি বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) পৌরসভার হল রুমে বাংলাদেশ সরকার, এডিবি, এএফডি-এর সহায়তাপুষ্ট নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত এই কর্শশালার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, টিএলসিসির সদস্যরা যত বেশি সক্রিয় হবেন, পৌর এলাকার উন্নয়নে তত বেশি গতি আসবে। নগরের উন্নয়ন ও সঠিক পরিচালনে জনগণের অংশগ্রহণ জরুরি। টিএলসিসি হলো সেই জনগণের একটি অংশ। প্রতিটি ওয়ার্ডে এই কমিটি হবে এবং তাদের সক্রিয় অংশগহণ ও সহযোগিতার মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত সুষম উন্নয়ন আরো বেশি গতিশীল হবে। কমিটিতে সমাজের সকল স্তরের লোকজনের উপস্থিতি রয়েছে। আশা করছি, আপনারা আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে এর কার্যপরিধি সম্পর্কে ধারণা পাবেন এবং আমাদের কাজকে এগিয়ে নিতে সহায়তা করবেন।

কর্মশালায় উপজেলা প্রকৌশলী ও পরিষদের সদস্য আবরার আহমেদ, ওসি ও পৌর পরিষদের সদস্য হানিফ সরকার এবং কমিটির ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই কর্মশালায় এলজিইডির সদর দপ্তরের আইইউজিআইপি প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর মো. শাহাদাত হোসেন, মো. রবিউল হোসেন এবং প্রকল্পের ফরিদগঞ্জ পৌরসভার পরামর্শক আরিফ হোসেন প্রশিক্ষণ প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়