রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:৪১

জেলা স্কাউট কমিটি বাতিলসহ দুজনের পদত্যাগের দাবিতে মানববন্ধন

জেলা স্কাউট কমিটি বাতিলসহ দুজনের পদত্যাগের দাবিতে মানববন্ধন
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে চাঁদপুর জেলা স্কাউট কমিটি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী স্কাউট আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের দৃশ্য
স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা স্কাউট কমিটি বাতিল এবং অজয়-হাসিবের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর বৈষম্য বিরোধী স্কাউট আন্দোলন ।

রোববার (১৭ নভেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কাউটিং-এর আদর্শ রক্ষা করতে এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই স্কাউটিং হোক স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ এবং প্রকৃত স্কাউটিং-এর আদর্শে অনুপ্রাণিত।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে তিনটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে : সম্পাদক অজয় ভৌমিক এবং অফিস সহকারী হাসিব খানের পদত্যাগ; দুর্নীতিমুক্ত এবং স্বৈরাচারমুক্ত স্কাউটিং পরিবেশ ও নতুন নেতৃত্বে স্কাউটিং-এর আদর্শ পুনরুদ্ধার।

মানববন্ধনে অংশ নেন ক্রিয়েটিভ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আরিফ হোসেন, হিলশা সিটি মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক মাসুদ দেওয়ান, কোষাধ্যক্ষ রাহাত উদ্দিন, স্কাউট সদস্য মারিয়া আক্তারসহ জেলার শতাধিক স্কাউট সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়