রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:৩১

সিভিল সার্জনকে অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

সিভিল সার্জনকে অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন
অনলাইন ডেস্ক

চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীনের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। রোববার (১৭ নভেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শনিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ফোন কেটে দেন সিভিল সার্জন। সম্প্রতি চাঁদপুর জেনারেল হাসপাতালে দালালদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভুঁইয়া আহত হন। হামলাকারী ও দালালদের বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চাইলে সৌজন্যমূলক আচরণ না করে মুঠোফোনে বাগবিতণ্ডা করেন সিভিল সার্জন। এই ঘটনায় আমরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত বেয়াদব এই সিভিল সার্জনের অবিলম্বে অপসারণ দাবি করছি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়