প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২২:৩৯
শাহরাস্তিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
শাহরাস্তিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
|আরো খবর
শাহরাস্তি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি কেন্দ্র সচিব আলী আজগর মিয়াজী ও সাধারণ সম্পাদক সফিউল আলম স্বপনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।
পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন এসএন ভিক্টোরি স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নবী রবিন, বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. আ. রব, মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছুটন চক্রবর্তী, কালিয়াপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন ও ইমামে আজমের প্রধান শিক্ষক মো. সুমন।