বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২১:১০

শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই, মুচলেকা দিয়ে ছাড়

প্রবীর চক্রবর্তী
শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই, মুচলেকা দিয়ে ছাড়

'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে একটি সংগঠনের নাম দিয়ে ঋণ দেয়ার কথা বলে প্রথমে সদস্য সংগ্রহ করা হয়। পরে আবার ঢাকার শাহবাগে সমাবেশে অংশগ্রহণের জন্যে ওই সদস্যদের থেকে অর্থ সংগ্রহ করা হয়। পুরো বিষয়টি প্রতারণা বুঝতে পেরে দুই প্রতারককে আটক করে স্থানীয় জনতা। যদিও পরবর্তীতে পুলিশ ও ইউপি সদস্যের মধ্যস্থতায় মুচলেকা দিয়ে মুক্তি পায় নারগিস বেগম ও মাহমুদ খান দিপু নামে আটককৃত দুই প্রতারক। ঘটনাটি ঘটে গত শনিবার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে হাজীগঞ্জ উপজেলা থেকে নারগিস আক্তার নামে একজন মহিলা ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম করে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর, কড়ৈতলীসহ বিভিন্ন এলাকায় সদস্য সংগ্রহ ও জনপ্রতি ৩০ টাকা করে সদস্য সংগ্রহ করে । শনিবার (৯ নভেম্বর) নারগিস আক্তার ছাড়াও মাহমুদ খান দিপু নামে একজন যুবক মিটিং করার জন্যে সাহাপুর গ্রামে আসে। কথিত সংগঠন আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে সদস্যদের জনপ্রতি ৮ শতাধিক টাকা আদায় করার চেষ্টা করে। এ সময় স্থানীয় কিছু লোকের বিষয়টিতে সন্দেহ হলে তারা তাদের চ্যালেঞ্জ করে এবং সংগঠনের কাগজপত্র দেখাতে বলে। এ সময়ে তাদেরকে সাহাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে একটি দোকানে আটকে রাখে স্থানীয় জনতা। পরে জনতার কাছে তারা জানায়, তাদের সংগঠনের উদ্যোগে ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগে জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করবে। তাদের সংগঠনের কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের যোগাযোগ রয়েছে। লুণ্ঠিত ও পাচারকৃত অর্থ সরকার ফিরিয়ে এনে তাদের সংগঠনের মাধ্যমে ভর্তিকৃত সদস্যদের ১ লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দিবে তারা। এ সময় তাদের কাছে কিছু সদস্য সংগ্রহ ফরম ও লিফলেট পাওয়া যায়।

স্থানীয় আব্দুল কুদ্দুছ, অপু শেখ, ফরিদা বেগম, মারজান বেগম, খুরশিদা বেগমসহ কয়েকজন জানান, ঋণ দিবে বলে আমাদের কাছ থেকে সদস্য ফরম বাবদ ৩০ টাকা এবং ঢাকা যাওয়ার জন্যে ৮শ' টাকা করে নিতে এসেছে। আজ আবার খাওয়া দাওয়ার জন্যে প্রতি সদস্য থেকে ২০ টাকা করে নিয়েছে। আমরা এর আগে এ রকম প্রতারণার শিকার হয়েছি।

স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন জানান, এনজিও বা সমাজসেবা কর্তৃক কোনো সমিতির কোনো নিবন্ধন নেই। তারা একটি সংগঠনের নাম দিয়ে শতাধিক নারী-পুরুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ পেয়ে আমি এসে পুলিশকে সংবাদ দেই। পরে তাদের উপস্থিতিতে মুচলেকা আদায় এবং সদস্য বাবদ নেয়া তিন হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই খোকন দাস জানান, সংবাদ পেয়ে সাহাপুর গ্রামে স্থানীয় জনতা কর্তৃক আটক করা দুজনের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। প্রতারণার শিকার কেউ মামলা করতে রাজি না হওয়ায় স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় তাদের হস্তান্তর করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়