শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮

লিল্লহিয়াত কর্তৃক রক্তদান স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

মানুষের সেবায় রক্তদান করা সাওয়াবের কাজ : হাইমচর ইউএনও

স্টাফ রিপোর্টার
মানুষের সেবায় রক্তদান করা সাওয়াবের কাজ : হাইমচর ইউএনও

'রক্ত দানে বাঁচবে প্রাণ-করবো মোরা রক্ত দান'-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হাইমচর উপজেলায় স্বেচ্ছায় রক্তদানের সংগঠন লিল্লহিয়াত ব্লাড ডোনেশন, চাঁদপুর কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত রক্তদান স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও লিল্লহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, হাইমচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান কবিরাজ, চাঁদপুর জেলা ইমান মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাও মোঃ আবদুর রহমান গাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনোলজিস মোঃ রিয়াজ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলিশে বাড়ি চাঁদপুর রক্তদান সংস্থা মোঃ রুবেল হোসেন, পজেটিভ ঢাকা প্রতিনিধি রায়হাত হোসেন প্রমূখ। ব্লাড ডোনেশনের থিং চং পরিবেশন করেন মোহাম্মদ আলী হোসাইন ও তার সংঙ্গী মোঃ গোলাম কিবরিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের কর্মীরা রোগীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। মানুষের সেবায় রক্তদান করা এটা সাওয়াবের কাজ। তিনি আরো বলেন, যুবকরা ভালো কাজ করলে তাদের উৎসাহ দিতে হয়। যুবকরা যে সমাজে ভালো কাজ অগ্রগামী, সে সমাজ তত উন্নত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়