বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১৮:০৯

গাছের ডাল পড়ে প্রাণ গেলো পথচারীর

কামরুজ্জামান টুটুল।।
গাছের ডাল পড়ে প্রাণ গেলো পথচারীর

কাটা গাছের ডাল পড়ে মো. আব্বাস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের চৌহন্না বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি এ বাড়ির মৃত মো. আব্দুল হাকিমের ছেলে। এদিকে গাছের ডাল পড়ে একজনের মৃত্যু হয়েছে শুনে গাছের ক্রেতা আলম বেপারী স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।

নিহতের স্বজন শুকুর আলম জানান, গাছ ব্যবসায়ী আলম বেপারী ব্যবসার জন্যে চৌহন্না বাড়িতে গাছ কিনেন। শনিবার সকালে তিনি গাছ কেটে আনার জন্যে লোকজন নিয়ে ঐ বাড়িতে যান। শ্রমিকরা গাছে উঠে কুড়াল দিয়ে গাছের ডাল কাটাবস্থায় বৃদ্ধ আব্বাস নিচ দিয়ে অতিক্রম করাকালে হঠাৎ করে কাটা ডালটি তার মাথার ওপর পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজনসহ শ্রমিকেরা গাছের নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান ওই বাড়িতে উপস্থিত হয়ে নিহত আব্বাসের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।

এদিকে আব্বাসের মৃত্যুর বিষয়টি জানতে পেরে গাছের ক্রেতা ফার্নিচার ব্যবসায়ী আলম বেপারী জ্ঞান হারিয়ে ফেলেন (অচেতন হয়ে পড়েন)। এ সময় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লায় রেফার করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়