প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১
মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করুন : বামাশিকফো
মাদ্রাসাসহ এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবী করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম (বামাশিকফো)। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জের সালেহাবাদ এম. এন. ফাজিল মাদ্রাসা হল রুমে চাঁদপুর জেলা সম্মেলন এই দাবী করেন মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ।
|আরো খবর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো)-এর আয়োজনে চাঁদপুর জেলা সম্মেলনে সভাপতিত্ব করেন নেছারাবাদ সালেহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন। সভায় আগামী ৩ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত কালিয়াইশ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নেছারাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ বশির উল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুজিব বর্ষের উপহার হিসেবে মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি। মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক উৎসব ভাতা পায় মাত্র ৩১২৫ টাকা। এত অল্প টাকা দিয়ে দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই ঈদ উদযাপন করা সম্ভব নয়। তাই সরকারের কাছে দাবী জানাচ্ছি, আমাদের দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হউক। এছাড়াও ইবতেদায়ি শিক্ষার্থীর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর দাবি করছি।
কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনে সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এ এস এম মুহিবুল্লাহ মুজাহিদ, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ ছগির হোসাইন। সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।