প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৫
নবাগত জেলা প্রশাসকে সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মত বিনিময়

চাঁদপুর সদর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি)।
|আরো খবর
- প্রসাদ বিতরণ ও পূজার মধ্যে না রেখে ধর্মের বাণী কী ছিল নতুন প্রজন্মের সামনে সেটা আলোচনা করতে হবে ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
- চাঁদপুরে অবৈধ কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
- সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে পুরোপুরি অনলাইনভিত্তিক করা .........জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, এসিল্যান্ড, স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী, সদর মডেল থানার ওসি, নৌথানা পুলিশের ওসিসহ বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক চাঁদপুরে যোগদানের পর সদর উপজেলা কর্মকর্তাদের নিয়ে এটাই তার প্রথম বৈঠক হয়।