রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ২০:১৪

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে

বন্যায় সচেতনতা মূলক কার্যক্রম ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে রবিবার ২৫ আগস্ট বন্যার্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাইমচর থানাধীন বন্যা দুর্গত এলাকায় পানি বন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়ের তত্বাবধানে হাইমচর থানার বন্যা দুর্গত এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, "আমরা আমাদের সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে আছি এবং তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত।"

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে চাঁদপুর জেলা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়