রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১৫:০০

কৃষক ও মৎস্যচাষীদের রক্ষা করতে

ফরিদগঞ্জে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

সিআইপি অভ্যন্তরে স্মরণাতীত কালের ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যচাষী ও দিনমজুরদের রক্ষা ও ক্ষতিপূরণের দাবিতে রোববার(২৫ আগস্ট) ফরিদগঞ্জে কৃষক ও ক্ষেতমজুর সংগঠন ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে কৃষি ও মৎস্য সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছে।

উপজেলা সদরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন দুলাল। এসময় তিনি বলেন গত দেড় যুগে এদেশে কৃষকদের উন্নয়নে কোন কাজ হয়নি। হয়েছে শুধু উন্নয়নের নামে লুটপাট, অনিয়ম ও দূর্নীতি। টানা বর্ষণে চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত ফরিদগঞ্জ উপজেলায় অভ্যন্তরে কৃষকরা আজ পথে বসেছে। মৎস্যজীবিরা সর্বস্ব হারিয়েছে। এখন তাদের দ্রুত পুর্নবাসন প্রয়োজন।

মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও কৃষি উপদেষ্টার বরাবরে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, টানা বর্ষণের কারণে ২২ হাজার হেক্টর আবাদী জমিতে রোপনকৃত জমির কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। অর্ধ-শতাধিক মাছের ঘের ও পুকুর রক্ষায় কোটি কোটি টাকার নেট দ্বারা বেড়া দিয়েও শেষ রক্ষা হয়নি। ক্ষেত মজুর, দিন মজুর প্রায় সম্পূর্ণ বেকার। ফলে হত দরিদ্র্য মানুষ প্রবল খাদ্য সংকটে ভোগছে।

তাই যত দ্রুত সম্ভব দুইটি স্লুইচ গেইট সচল রেখে পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর করার পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষক-মৎস্যচাষী (ঘের-পুকুর) দরিদ্রদ্র্য জনগোষ্ঠীকে বাঁচাতে খাদ্য, নগদ অর্থ, পর্যাপ্ত চিকিৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করতে হবে। ক্ষতিগ্রস্থ কৃষক-মৎস্য চাষী, কৃষক, ক্ষেত মজুরদের তালিকা প্রস্তুত করে উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে। কৃষি বিভাগকে দিয়ে বীজতলা তৈরী করে বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরন করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সার্বজনিন রেসনিং ব্যবস্থা চালু করা, সকল কৃষি ঋণ মওকুফ করে সুদ মুক্ত ঋণ দেওয়া এবং এনজিও কিস্তি বন্ধ করার নির্দেশনা দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়