প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৯:১৪
ফরিদগঞ্জে আশ্রয় কেন্দ্রে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
এক সপ্তাহের টানা বর্ষনে ফরিদগঞ্জ উপজেলায় পৌর এলাকাসহ জলাবদ্ধতার কারনে বেশিরভাগ রাস্তাঘাঁট তলিয়ে গেছে পানিতে।পুকুর ডোবানালা সব কিছু পানিতে ডুবে গেছে। মাছের ঘের ভেসে যায়, হাঁস মুরগির খামার ডুবে যায়। পানি জমে অধিক ক্ষয়ক্ষতির শিকার হয়। ২৩ আগস্ট শুক্রবার বিকালে বন্যাদুর্গত এলাকা থেকে আগত ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ৫৫ টি পরিবারের মাঝে পৌরসভার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
|আরো খবর
এই সময় উপস্হিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, পৌর সচিব শাহ সুফিয়ান খান, নক্সাকার মোহাম্মদ উল্ল্যাহ আল আমিন, পৌরসভার কর্মকর্তা মোঃ মাসুদ আলম, আহম্মদ উল্ল্যা,শরীফ হোসেনসহ প্রমুখ।
উল্লেখ্য টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় নেন সাধারণ মানুষ, তাদের সহযোগিতায় এগিয়ে আসেন উপজেলা প্রশাসন,পৌরসভার কতৃপক্ষ, রাজনীতিবীদ ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন