রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৭

বাস শ্রমিক ইউনিয়নের দু' নেতাকে নাজেহালে

জেলার বাস শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর ও হামলা : সকল রোডে বাস চলাচল বন্ধ

গোলাম মোস্তফা
জেলার বাস শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর ও হামলা : সকল রোডে বাস চলাচল বন্ধ
নিহত বাস চালক মিজান

গত ৫ সেপ্টেম্বর চাঁদপুরে চাঁদখার বাজারে বাস দূর্ঘটনায় আজ বাস চালক মারা যাওয়ায় বাস শ্রমিকরা জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ, ভাংচুর ও হামলা করেছে। বন্ধ করে দিয়েছে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া সকল বাস চলাচল। এছাড়া বাস ইউনিয়ন শ্রমিক নেতাদের এ ঘটনায় পাশে না পাওয়ায় শ্রমিক ইউনিয়নের নেতাদের উপর হামলা চালিয়েছে বাস শ্রমিকরা।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রোববার চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজার এলাকায় পদ্মা বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ঢাক্কা খায়। এতে ১ শিশু নিহত হয় এবং আহত হয় বাসের ১০ যাত্রী। ঐ বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয় ঐ বাসের চালক মিজান মোল্লা (৩৫)। বাস চালক মিজান মোল্লার অবস্থা আশংকাজনক হওয়ায় ঐদিনই ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বাস চালক রাতেই ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যায়। আজ ৬ সেপ্টেম্বর সোমবার সকালে বাস স্টেশন সন্মুখে গৌরে গরীবা জামে মসজিদ সন্মুখে মিজানের জানাজা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।

বাস চালক মিজান মোল্লার জানাজা শেষে বাস শ্রমিকরা শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকে পাশে পায়নি। বাস শ্রমিকদের মতে, মৃত মিজান মোল্লার শরীরে রক্তের প্রয়োজন ও চিকিৎসার সময় আর্থিক সহায়তা না পাওয়ায় তাদের সহকর্মীর মিজানের মৃত্যু হয়। এরূপ দাবি তুলে পৌরবাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের অফিসে ভাংচুর ও হামলা চালায়।

এ ঘটনার প্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী পৌর বাস টার্মিনাল এলাকায় আসলে তার উপর হামলা চালানো হয়। একই অবস্থায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক দেওয়ান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাকেও নাজেহাল করে সাধারণ শ্রমিকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়