প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৮:৩৭
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মিছিল সমাবেশ
ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ সকল দপ্তরের দূর্নীতিবাজ ও লুটতরাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার বিকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে ছাত্র সমাজের পক্ষে বক্তব্য রাখেন শাকিল মুশফিক, শামীম হাসান, অনিক প্রমুখ।
ছাত্ররা বলেন, জুলাই মাস থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র ভাইবোনসহ অগনিত আমজনতা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে আমাদের রাষ্ট্র সংষ্কার করতে হবে। সেইজন্য আমাদের সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ সকল দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ ও লুটতরাজে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থাগ্রহণ ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, যেখানে প্রকৃত মেধাবীরা যোগ্যতার নিরিখেই চাকুরি পাবে। এছাড়া আমরা আমাদের ছাত্র-জনতার হত্যাকারী ফ্যাসিবাদী সরকার ও তার সহযোগিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানাই। তারা যেন কোন ভাবেই পার পেয়ে না যায়, সেইজন্য সর্তক থাকতে হবে।
সমাবেশ শেষে একটি দুর্নীতি বিরোধী মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।