প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ২২:৪৮
পিবিআই চাঁদপুর জেলার পুলিশি সেবা কার্যক্রম পুণরায় শুরু
পিবিআই চাঁদপুর জেলার পুলিশি
সেবা কার্যক্রম পুণরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম-সেবা)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান,
সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার সহ সকল সদস্য কর্মস্থলে উপস্থিত ছিলো তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশি সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। ১১/০৮/২০২৪ খ্রিঃ পুলিশ সুপার সহ সকল সদস্যের উপস্থিতিতে অত্র অফিসে পুলিশি সেবা কার্যক্রম পুনরায় শুরু হয়। চাঁদপুর জেলা পিবিআই বিগত দিনে তাদের পুলিশি সেবা দ্বারা সর্বসাধারণের সুনাম অর্জন করার ফলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা লোকজনের পিবিআই চাঁদপুরের প্রতি আস্থা থাকায় কোন পক্ষ থেকে পিবিআই চাঁদপুরের কোন স্থাপনা এবং সরকারী সম্পদের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই। পিবিআই চাঁদপুরের পুলিশি সেবা কার্যক্রম চালু হওয়ায় সেবা প্রার্থীদের পূর্বের মত তাদের মামলা মোকদ্দমা সহ যেকোন পুলিশি সহায়তার বিষয়ে অত্রাফিসে হাজির হয়ে উপরোক্ত সেবা গ্রহণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হ'ল।