রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১৯:৫৫

চাঁদপুরে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের ব্যাপক তৎপরতা

মিজানুর রহমান
চাঁদপুরে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের ব্যাপক তৎপরতা

‘আমার দেশ আমি গড়বো- দাঙ্গা হলে রুখে দিবো’ স্লোগানে চাঁদপুরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে ব্যাপক তৎপরতা দেখিয়েছে।

৬ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এই তৎপরতা তারা দেখায়।

সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিণারে অবস্থান নিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ধর্মীয় স্থান এবং বাসাবাড়ি ও সম্পত্তির রক্ষায় ও সংহিতার বিরুদ্ধে সমাবেশ করা হয়। এরপর সেখান হতে শিক্ষার্থীরা বিজয় মিছিল করে শহর প্রদক্ষিণ করে।

এরপর তাদের সমন্বয়করা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চাঁদপুরের স্টেডিয়াম সংলগ্নে রাস্তায় রাস্তায় ও দেয়ালে দেয়ালে সুন্দর্য বর্ধনে স্প্রে রং তুলি দিয়ে গ্রাফিটি অঙ্কন করে। একই সাথে তাদের অন্য টিমগুলো বাসস্ট্যান্ডে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায় কাজ করে এবং সদর উপজেলা হতে সড়ক বিভাগ পর্যন্ত বিভিন্ন ভাঙ্গচুর ও জ্বালাও পোড়াওয়ের ধ্বংসাবশেষ পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলে।

শিক্ষার্থীদের সমন্বয়ক মোঃ রাজু বলেন, আমরা শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে রাজপথে থাকবো। কেউ যাতে গুজব বা প্রতিহিংসা পরায়ন হয়ে কারো ওপর হামলা বা বাড়ীঘরে অগ্নি সংযোগ বা বর্বরতা না চালায় সেদিকে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়