বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:১০

ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার আবু ওসমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার  আবু ওসমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার ও বিজিএমসির এবং চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রোববার ( ৫ সেপ্টেম্বর) সকালে লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর ছবিতে শ্রদ্ধঞ্জলী নিবেদন করেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখা, চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন। পরে একটি শোকর‌্যালী চান্দ্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে সেক্টর কমাণ্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর ব্যবস্থাপনায় দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভায় সেক্টর কমাণ্ডার ফোরামের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। সেক্টর কমাণ্ডার ফোরামের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নেভীর পরিচালনায় অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আবু নাছের বাচ্চু, ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শা আলম শেখ, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া । আলোচনা শেষে মরহুমের রুহের মাগফোরাত কামরা করে দোয়া ও মুনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়