প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১৩:০৪
১৩ দিন পর চাঁদপুর-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল শুরু
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু হয়েছে। সে সুবাদে বৃহস্পতিবার ১ আগস্ট সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চাঁদপুরের সাগরিকাসহ তিনটি ট্রেন ছেড়েছে । এর মধ্যে সকাল ৮টায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাগরিকা এক্সপ্রেস এবং সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকা রুটে বেসরকারি কর্ণফুলী এক্সপ্রেস, সকাল ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-নাজিরহাট রুটের ট্রেন ছেড়ে যায়।
|আরো খবর
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, আপাতত কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। দুই-তিন দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন মাষ্টার সোয়াইবুল সিকদার জানান,আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার থেকে চাঁদপুর রুটের একটি ট্রেন চলাচল শুরু করেছে। ওইদিন এবং গতকাল শুক্রবার সাগরিকা ট্রেনটি চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে আসে এবং যথাসময়ে অর্থাৎ দুপুর ২টায় চাঁদপুর স্টেশন থেকে লাকসাম- ফেণি - চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে।
তিনি আরও বলেন, যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেখানে যাত্রীর সংখ্যা খুবই কম।
উল্লেখ্য,গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়।
ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে।